গল্পের শুরুটা দারুন ভাবে । নয়জন মানুষের কাছে একই রকম চিঠি গিয়ে হাজির হয় । চিঠিতে কেবল নয়টা নাম লেখা । আর কিছু না । নয়জনের ভেতরে একজন আবার এফবিআই এজেন্ট রয়েছে। প্রথমে নামের এই তালিকাটার ব্যাপারে কেউই তেমন কোন গুরুত্ব দেয় না । এমন কি তালিকার প্রথম একজনকে যখন পানিতে ডুবিয়ে খুন করা হয় তখনও ব্যাপারটাকে কেউ গুরুত্ব সহকারে নেয় না । কিন্তু দ্বিতীয়জনের খুনের সাথে সাথেই টনক নড়ে এফবিআইয়ের। কেউ বা কারা এই নয়জনকে একে একে খুন করছে । কিন্তু কেন করছে? এই নয়জের কেউ কাউকে চিনে না । কারো সাথে কারো যোগাযোগ নেই । নাকি আছে?
এভাবেই একে একে আটজন মারা পড়ে । গল্পের একেবারে শেষে এসবের পেছনের মাস্টার মাইন্ড একটা চিঠিতে লিখে রেখে যায় যে কেন সে এই সবাইকে খুন করেছে।
বইয়ের কাভারে লেখা কাহিনী পরে আপনার মনে হবে দারুন মারাত্বক একটা বই আপনি পড়তে যাচ্ছেন কিন্তু বাস্তবে যখন বইটা আপনি পড়তে যাবেন আপনার মনে হবে কী ঘোড়ার ডিম আপনি পড়ছেন ! এই বইয়ের ভেতরে না আছে সাসপেন্স না আছে থ্রিল আর না আছে কোন রহস্য ! মূলত এই বইতে নয় মানুশের বোরিং জীবন তুলে ধরা হয়েছে । লেখক একেএকে সবার পরিচয় তুলে ধরেছেন । তারপর পুরো বই জুড়ে তাদের জীবনের নানান ঘটনা তুলে ধরেছেন যার ভেতরে কোন উত্তেজনা নেই ।
এই বই যদি আপনার হাতে চলে আসে তাহলে কেবল প্রথম নয় দশ পাতা পড়বেন যেখানে গল্পের চরিত্রদের একটা প্রথমিক পরিচয় তুলে ধরা হয়েছে । এরপর একেবারে শেষ পরিচ্ছেদ পড়বেন যেখানে চিঠিতে কনফেশন উল্লেখ আছে । ব্যাস আর কিছু পড়ার দরকার নেই ।
এরপরে যদি কেউ বই না পড়তে না চান তাহলে এখানে আমি নিজেই স্পয়েলার দিয়ে দিই। বইটির মুল গল্প হচ্ছে প্রায় ৬০ বছর আগে এক রিসোর্টে এক পরিবার থাকতে আসে । বাবা মা ছেলে মেয়ে । সেখানেই ঘুরতে আসা আরও কিছু ছেলে মেয়েদের সাথে তাদের পরিচয় হয় । তারা একটা দল তৈরি করে । সেখানে ছেলেটির ছোট বোনকে সদস্য পেতে একটা গুহার ভেতরে ঢুকতে হয় এবং সেখানে মেয়েটি ডুবে মারা যায় জোয়ারের পানির আসার কারণে। এখন এতো বছর পরে বোনের ভাই ঠিক করে প্রতিশোধ নেবে। সবাইকে খুজে বের করে কিন্তু সে ঠিক করে যে সবাইকে মানে যারা সেই দলে ছিল তাদের না মেরে তাদের সন্তানদের মারবে।
থিমটা এমন কোন আহামরি ইউনিক না । অতীতে কোন দুর্ঘটনার কারণে প্রিয়জন মারা গেছে সেটার প্রতিশোধ নিতে খুন হচ্ছে । কিন্তু ঘটনা গুলোর ভেতরে একটা সাসপেন্স তৈরি করতে হয় । লেখক এখানে পুরোপুরি ব্যর্থ !
তবে অনুবাদ বেশ চমৎকার আর ঝরঝরে । এটা স্বীকার করতেই হবে।