পাঠপ্রতিক্রিয়াঃ নেক্সট

সাহিত্যিকদের একটা বড় গুণ হল তারা নিজেদের লেখার ভেতরে সমাজের অসঙ্গতি গুলো তুলে ধরবেন । বর্তমান সময়ে আমাদের পরিচিত যে কয়জন লেখক আছেন তার ভেতরে সব সাহসী কয়েজনের নাম যদি আমাকে বলতে বলা হয় তাহলে সেখানে মোহাম্মাদ নাজিম উদ্দিনের নাম নিতেই হবে । তার ফেসবুকে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে এটা অন্তত পরিস্কার বুঝতে পারবেন যে অন্য যে কোন লেখকদের মত ক্ষমতাসীনদের চাটুকারিতা তার ভেতরে একদম নেই । বরং সেখানে আছে প্রতিবাদ । তার নেক্সট বইটা পড়তে গিয়েও আমার বারবার কেবল এই কথা মনে হয়েছে । 


নেক্সট বইটা হচ্ছে বেগ বাস্টার্ড সিরিজের পঞ্চম বই । বেগ বাস্টার্ড সিরিজের শেষ বইটা পড়েছিলাম অনেকদিন আগে তাই বেশ কয়েকটা চরিত্রের কথা ভুলে গিয়েছিলাম ।সেগুলো আবার মনে করতে হয়েছে । অনেক দিন পর সিরিজের বই বের হলে যা হয় আর কি ! 


ঘটনার শুরু হয় একজন প্রাক্তন সংসাদের ছেলেকে তার বাড়ির গেটে মেরে ফেলা হয় । সেই ছেলে আবার একটু আমেরিকান বহুজাতিক কোম্পানিতে উপরের পোস্টে চাকরি করে । তাই তার মৃত্যুতে সরকার নড়েচড়ে বসে । ডাকা হয় হোমি সাইডের জেফরি বেগকে । কারণ এইখুনের সাথে জড়িত আছে ব্লাক রঞ্জু । দিল্লীতে তাকে যখন বাবলু আগুনে পুড়িয়ে মেরে ফেলছিলো তখন জেফরি বেগ সেটা লাইভে দেখেছিলো । তাই তার দৃঢ় বিশ্বাস ছিল যে রঞ্জু বেঁচে নেই । তারই নাম ভাঙ্গিয়ে কেউ এই কাজ গুলো করছে । খোজ খবর শুরু হয়। বেরিয়ে আছছে খুন হওয়ার সাংসদের ছেলের পেছনের ইতিহাত । সেটার থেকেই খোজ পাওয়া যায় রঞ্জুর হয়ে কাজ করা একজনের মানুষ । কিন্তু বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয় ! 

এদিকে বাবলুকে খুন করার জন্য রঞ্জুর লোকজন ছুতে বেড়াচ্ছে । সবাইকে বাবলুর ছবি দেওয়া দিয়ে তার খোজ করতে বলা হয়েছেে । একজন একজনের চোখে সে ঠিকই পড়ে যায় । তাকে খুন করতে হিট টিম পৌছায় । কিন্তু বাবলুকে কি মারতে পারে?

অন্য দিকে অমূল্যবাবুও ধরা পড়ে ব্লাক রঞ্জুদের হাতে । 

বাবলু কি তাকে জীবিত ফেরৎ নিয়ে আসতে পারে শেষ পর্যন্ত?

ব্লাক রঞ্জু কি আসলেই মরে নি নাকি অন্য কেউ আছে এসবের পেছনে?


নেক্সট বইটা পড়ার সময় সত্যিই মনে হয়েছে লেখক সত্যিই বেশ সাহসী । অন্তত বর্তমান সময়ের কোন লেখক এই কথা গুলো নিজের বইতে লিখতে পারবে না সহজে । থ্রিলার বই হলেই এখানে আমাদের দেশের ইতিহাতের কিছু অংশ ফুটে উঠেছে । এমন কিছু সত্য যা সবাই এখন দেখেও না দেখার ভান করে আছে ।

এই বইতে পেছনের কিছু অংশ ফুটে উঠেছে ।  রঞ্জু আসলে কিভাবে ব্লাক রঞ্জু হয়ে উঠলো সেই গল্পটা এই বইতে লেখক ভাল ভাবে লিখেছেন । সেই সাথে ব্লাক রঞ্জুর সাথে কি হয়েছে সেটাও পরিস্কার ভাবে জানানো হয়েছে । সব মিলিয়ে বলা যায় যে একেরে চমৎকার এক প্যাকেজ । বই পড়লে আশা করি হতাশ হবে না । 


 নেক্সট  

লেখক মোহাম্মাদ নাজিমউদ্দিন ।

বাতিঘর প্রকাশনি থেকে প্রকাশিত