পাঠ-প্রতিক্রিয়াঃ অনুভূতির অভিধান

 তাহসান খানের বই অনুভূতির আভিধান । আমি যখন বইটা কিনেছিলাম তখন মনে হয়েছিলো যে হয়তো বইটা ছোট গল্প সংকলন । কিন্তু নামের সাথে মিল রেখে বইটা যে আসলেই একটা অভিধান হবে সেটা ভাবতে পারি নি । মূলত বইটা তাহসানের একটা জ্ঞান মূলক বই । আরও পরিস্কার করে বললে এই বইতা তাহসান কোন গল্প বলেন নি, এমন কী এটা তার জীবনের ঘটে যাওয়া কোন স্মৃতিকথা টাইপ বইও না ।

এটা মূলত কিছু অনুভূতি সম্পর্কে তাহসান খান কী মনে করেন সেই বিষয়ক বই । 


 দ্বিধা, আস্থা, কৌতুহল, ঈর্ষা, ইত্যাদি যে অনুভূতি রয়েছে সেই অনুভূতি গুলোর ব্যাপারে তাহসান খানের নিজের মতমত নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন । মোট ২০টি অনুভূতির ব্যাপারে নিয়ে লেখক আলোচনা করেছেন । এবং প্রতিটি অনুভূতির নিয়ে আলোচনার পরে সেই অনুনভূতি নিয়ে একটা কবিতা লিখেছেন । সাথে একটা আঁকা ছবি । এই বই নিয়ে আসলে আলোচনার কিছু নেই । কিছু বলারও নেই । যারা এই মানব অনুভুতির ব্যাপারে তাহসান খান কী মনে করেন সেটা জানতে আগ্রহী তারা এই বই কিনে পড়তে পারেন । তবে আমার ব্যক্তিগত ধারণা যে বেশির ভাগ মানুষই এই বই কিনবেন । কয়েকটা চ্যাপ্টার হয়তো পড়বে তারপর বইটা আর কোন দিন ধরেও দেখবে না । বই পড়তে গিয়ে পাঠক আবিস্কার করবে সে লেখক এখানে যা কিছু বলতে চেয়েছে তার সব কথাই সে জানে । লেখক হয়তো আরও একটু চমৎকার ভাবে, সুন্দর শব্দ ব্যবহার করে লিখেছে কিন্তু যা যা বলার সব ব্যাপার গুলো আমরা আগে থেকেই জানি । অল্প কয়েকটা অনুভুতির ব্যাপারে প্রকাশ করতে গিয়ে লেখক নিজের ব্যক্তি জীবনে ঘটে যাওয়া ঘটা সামনে নিয়ে এসেছেন তবে সেটা একেবারেই অল্প ।  


বইয়ের নাম অনুভূতির অভিধান
লেখক তাহসান খান
মোট অধ্যায় ২০ 
পৃষ্ঠার সংখ্যা ১১৯